বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৫ রজব ১৪৪৭

শিরোনাম :

সাঈদীর মুক্তি চেয়ে স্ট্যাটাস, শিক্ষক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার দুপুরে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ সোলায়মান ইসলাম (৪০)। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী কে এন ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক।

ওসি আশরাফুল আলম জানান, সোলায়মান ইসলামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আবুডাঙ্গা গ্রামে। গত শনিবার রাতে ফেসবুকে দেলাওয়ার হোসেন সাঈদীর মুক্তি চেয়ে তিনি স্ট্যাটাস দেন। পরদিন (রোববার) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ওই শিক্ষকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও পুলিশের এই কর্মকর্তা জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ