আওয়ার ইসলাম: ওমরাহ ও হজ কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন হজ এজেন্সিগুলো। চলতি বছরের হজ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে।
করোনার সংক্রমণ রোধে মার্চ মাসের শেষ সপ্তাহে ওমরাহ ভিসা বন্ধ করে দেয় সৌদি আরব সরকার।
বাংলাদেশিদের জন্য বেসরকারিভাবে হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনা করা হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভপতি শাহাদাত হোসাইন তাছলিম জনান, প্রতি বছর বাংলাদেশ থেকে কম-বেশি আড়াই লক্ষ ধর্মপ্রাণ মুসলাম ওমরাহ পালন করে থাকেন।
রমজান মাসেই বেশি মানুষ ওমরাহ করতে যান। প্রায় দুই মাস বন্ধ রয়েছে ওমরাহ কার্যক্রম। কাবা শরীফে বর্তমানে সব জমায়েত বন্ধ।
ওমরাহ বন্ধের ঘোষণার পর ১০ হাজার ওমরাহ যাত্রীর ভিসা, এয়ার টিকেট, মক্কায় হোটেল ভাড়াসহ যে অর্থ সৌদি আরবের সংশ্লিষ্টদের পরিশোধ করা হয়েছিল, তাঁর পরিমাণ ১০০ কোটি টাকা।
এছাড়াও রমজান মাসে ওমরাহ হজে গমনকারীর জন্য আরও ৫ হাজার এয়ার টিকেট অগ্রিম কিনেছিল, যার মূল্য ২৫ কোটি টাকা। হাব সভাপতি বলেন, সব মিলে ক্ষতি প্রায় ১’শ ৭৫ কোটি টাকা।
এবছর বেসরকারিভাবে ১ লক্ষ ২০ হাজার হাজযাত্রী হজ পালন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। যদি হজ বন্ধ হয়ে যায় তাহলে ক্ষতির পরিমাণ হবে ৪ হাজার ৮’শ কোটি টাকা।
বেতনভাতাসহ ৬ হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা করে তিনি বলেন, বিশেষ প্রনোদনা ছাড়া এ খাত টিকিয়ে রাখা কঠিন হবে।
-এটি