আওয়ার ইসলাম: সরকারি দলের লোকেরা জনগণের টাকায় কেনা ত্রাণের মাল লুট করছে বলে অভিযোগ করেছেনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। আজ মঙ্গলবার রাজধানীর কাফরুলে ত্রাণ বিতরণের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় রিজভী অভিযোগ করেন, করোনা ভাইরাস নিয়ে সরকারের আগাম প্রস্তুতি না থাকায় দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। করোনা পরিস্থিতিতে বিএনপি জনগণের পাশে দাঁড়ানোর কারণে সরকার তাদের ওপর জুলুম অত্যাচার বাড়িয়ে দিয়েছে।
মৌলভীবাজার ফতেপুর ইউনিয়নের ছাত্রদল কর্মী মুহা. শাহ আলম আহমদকে গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে সাদা পোশাকধারী র্যাব পরিচয়ে ধরে গিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারবিরোধী সমালোচনা করার অভিযোগে তাকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ বিএনপির এ নেতার। অবিলম্বে তাকে জনসম্মুখে হাজির করার আহ্বান জানান তিনি।
-এএ