সুফিয়ান ফারাবী
স্পেশাল করেসপন্ডেন্ট>
করোনা পরিস্থিতিতে টালমাটাল পুরো দেশ। এরইমধ্যে প্রসিদ্ধ বক্তা মাওলানা আনসারী জানাজাকে কেন্দ্র করে সময় টিভিতে জামাতের আমির ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মাহফুজুল হকের একটি ফোন আলাপ প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত রেকর্ডে শোনা যাচ্ছে, জানাজার নামাজে লোকসমাগম বাড়ানোর বিষয়ে জামাত নেতা ও মাওলানা মাহফুজুল হক কথা বলছেন। এমনকি রেকর্ডে এও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থান থেকে প্রচুর পরিমাণ লোকসমাগমের চেষ্টা করেছে তারা।
এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মাহফুজুল হক বলেন, বিষয়টি একেবারে ভিত্তিহীন মিথ্যা। জামাত নেতার সঙ্গে আমার আজ পর্যন্ত কোনদিন কথা হয়নি। তার সঙ্গে আমার ফোনালাপ তো দূরের কথা, আমাদের মাঝে পরিচয়ও নেই। তাছাড়া দেশের মানুষ রেকর্ডটি শুনে পরিষ্কার বুঝতে পেরেছে সেটা আমার কণ্ঠের সঙ্গে মিলে না। স্পষ্টভাবে বুঝা যাচ্ছে অন্য কারো কণ্ঠ। এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি ও প্রতারণা। জাতীয় কোন টেলিভিশনে পক্ষে এরকম মিথ্যাচার করা শোভা পায় না।
এ বিষয়ে আপনারা কোন পদক্ষেপ নিচ্ছেন কিনা? জানতে চাইলে তিনি বলেন,আমরা সময় টিভির বিরুদ্ধে আইনি আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি। মামলার প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে আওয়ার ইসলামকে মাওলানা মামুনুল হক বলেন, যে কেউ শুনলে বুঝতে পারবে এটি মাওলানা মাহফুজুল হকের কন্ঠ নয়। এমনকি মাওলানা মাহফুজুল হক তার ব্যক্তিগত ফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন ব্যবহার করেন না। এটি পরিকল্পিত একটি ষড়যন্ত্র। আমরা আইনি প্রক্রিয়ায় এর বিচার চাইবো।
সময় টিভিকে স্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি সময় টিভি জাতির সামনে দোষ স্বীকার করে ক্ষমা না চায়, তাহলে পরবর্তী সিদ্ধান্ত নেবে এ দেশের জনগণ।
তিনি অভিযোগ করে আরও বলেন, তারা তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি লিংক শেয়ার করেছে। এবং ঘন্টাখানেক পর তারা আবার মুছে ফেলেছে। আমরা আইনি ব্যবস্থাই গ্রহন করছি।
-এএ