আওয়ার ইসলাম: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গিয়েছেন। একই সময়ে দেশে নতুন করে ৪৩৪ জনের দেহে করোনা সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ জন।
আজ মঙ্গলবার করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, করোনা ভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১২৮টি নমুনা সংগ্রহ করা হয় এবং ২ হাজার ৯৭৪টি পরীক্ষা হয়েছে। এতে আরও ৪৩৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরো ২ জন সুস্থ হয়েছেন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে পুরুষ ৫জন এবং মহিলা ৪জন। তাদের মধ্যে ষাটউর্ধ্বে তিন জন, ৫০-৬০ তিন জন এবং ৪০-৫০ এর মধ্যে তিনজন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৮৯ জন। মোট আইসোলেশনে আছেন ৭৬৫ জন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন ২জন এবং ৫৭৯ জন আইসোলেশন থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে গেছেন। কোয়ারেন্টাইনে আছেন ৪ হাজার ১শ’ ৬৮জন। হোম কোয়ারেন্টিনে এসেছেন ৪ হাজার ১৬৮ জন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এসেছেন ১ হাজার ৪শ’ ২৪ জন। মোট কোয়ারেন্টিনে এসেছেন ৫ হাজার ৫শ’ ৯২ জন।
এসময় অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, আপনারা কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন এসব বিষয়ে নিয়মিতভাবে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি এবং পত্রিকায়ও প্রকাশ করে থাকি। আজকে আবারও বলছি, আপনারা বাড়িতে থাকুন, নিজের ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন এবং পরিবারের সকল সদস্যকে সুস্থ রাখুন। বারবার সাবান পানি দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন এবং পরিবারের সকলকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করবেন।
তিনি বলেন, একজন থেকে আরেকজনের মধ্যে পক্ষে ৩ ফুট শারীরিক দূরত্ব বজায় রাখুন। বিশেষ জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। এবং সর্দি-কাশি হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন। ধরে তৈরী তিন স্তর বিশিষ্ট কাপড়ের মাস্ক ব্যবহার করা যায়।
‘যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে গেলে বাড়িতে ফিরে এসে কোন কিছু স্পর্শ করার আগে ভাল ভাবে হাত ধুয়ে নিন বা স্যানিটাইজার ব্যবহার করুন। সম্ভব হলে পরিধেয় বস্ত্র সাবান পানি দিয়ে আধঘণ্টা ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। সামান্য জ্বর, কাশি, সর্দি, গলা ব্যাথা, শ্বাস কষ্ট হলে চিকিৎসা নিন। কিছু ক্ষেত্রে বাড়িতে চিকিৎসা নিতে পারেন বা আমাদের হটলাইনে যোগাযোগ করতে পারেন। তবে শ্বাস কষ্ট বেশি হলে অবশ্যই হাসপাতালে যোগাযোগ করতে হবে। এ ক্ষেত্রে আপনাকে আমাদের হটলাইনগুলো সহযোগিতা করবে।’
উল্লেখ্য, গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। ২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনা ভাইরাসের সংক্রমণ হচ্ছে।
-এএ