বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


করোনায় ইরানে মসজিদকে বানানো হলো মাস্ক ফ্যাক্টরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরহাদ খান নাঈম।।

নভেল করোনা ভাইরাস মহামারীতে ইরানের রাজধানী তেহরানে স্বেচ্ছাসেবী রক্ষীবাহিনী বাসিজ এর নারী সদস্যরা মসজিদকে মাস্ক ফ্যাক্টরিতে রূপান্তর করেছে। মসজিদের ভেতরেই বানানো শুরু করেছেন ফেইস মাস্ক এবং অন্যান্য সুরক্ষাকারী পণ্য।

ডেইলি মেইলের খবরে জানা যায়, তেহরানে ফ্যাক্টরিতে পরিণত হওয়া মসজিদটিতে ইরান-ইরাক যুদ্ধক্ষেত্রে আগত দর্শনার্থীদের পরিচর্যায় নিযুক্ত থাকা নারীরাই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে করোনা ভাইরাসের বিরুদ্ধে এ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারা মসজিদে স্বেচ্ছায় তৈরি করছে এসব সুরক্ষাকারী পণ্য।

কারখানার শ্রমিকদের ন্যায় সারিবদ্ধ হয়ে প্রতিটি সারিতে ১৫ জন নারী টেবিলে রাখা সেলাই মেশিনের সামনে অবস্থান নিয়ে তৈরি করছেন ফেইস মাস্ক। কিন্তু শ্রমিকদের নির্ধারিত পোশাকের বদলে তারা পরিধান করেছেন কালো চাদর; কেননা তারা ইরানের রাষ্ট্রীয় ইসলামী সংগঠনের অনুগত স্বেচ্ছাসেবী রক্ষীবাহিনী বাসিজ'র সদস্য।

কভিড-১৯ বা করোনায় আক্রান্ত সবচেয়ে শোচনীয় দেশগুলোর একটি হিসেবে ইরানের বর্তমান সময়ে উপস্থিত নারীদের সকলেই ফেইস মাস্ক পরিধান করছেন। স্বামীসহ বাসিজের সাথে সংশ্লিষ্ট ফাতেমা সাঈদী নাম্নী ২৭ বছর বয়সী এক নারী এএফপিকে জানান, আমাদের দলটি আগত দর্শনার্থীদের সেবা প্রদানের জন্য প্রতিবছর ইরান-ইরাক যুদ্ধক্ষেত্রে যেতো।

প্রায় ৪০ সদস্যবিশিষ্ট নারীদের দলটি প্রতিবছরই ১৯৮০-১৯৮৮ সাল পর্যন্ত স্থায়ী হওয়া ইরান-ইরাক যুদ্ধক্ষেত্রে যায়। যেখানে পারস্য নববর্ষের ছুটিতে যুবকেরা শিক্ষা সফর করে।

সাঈদী আরো বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এবছর এক শহর থেকে আরেক শহরে ভ্রমণ নিষিদ্ধ হওয়ায় আমরা সেখানে যেতে পারছি না। তাই আমরা আমাদের স্বদেশবাসীদের সেবা করতে এখানে এসেছি। এক মাসেরও বেশি সময় ধরে আমরা এই কাজ করছি আমরা।তারা তাদের এই কাজকে করোনা ভাইরাসের বিরুদ্ধে জাতীয় মোকাবেলার অংশ হিসেবে মনে করছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে ইরানে এ যাবৎ ৩,৭০০ এরও বেশি প্রাণনাশের খবর পাওয়া গেছে। শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ইরানের সাথে হওয়া পারমাণবিক চুক্তি উঠিয়ে নেওয়ার দিকে ইঙ্গিত করে সোমবার রাষ্ট্রপতি হাসান রুহানি বলেন, আর্থিক মন্দা ও করোনা ভাইরাস উভয় দিক থেকেই আমরা বর্তমানে দ্বিমুখী কাঠিন্যতার সম্মুখীন হয়েছি।

তেহরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি জেলায় অবস্থিত ইমাম যাদেহ-মাসুম মসজিদে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমকে আমন্ত্রণ জানানো হয় যেখানে নারীরা ফেইস মাস্ক তৈরির কাজ করছেন। রাজধানী তেহরানের মসজিদটিতে স্বেচ্ছাসেবী রক্ষীবাহিনী বাসিজ'র পুরুষ সদস্যরা তৈরি করছেন সুরক্ষাকারী গ্লাভস।

একটি দল কাপড় কেটে সেলাই করে মাস্কগুলো আলাদাভাবে একটি পাত্রে রাখেন। আর অন্যরা তৈরি করা প্রিন্টের মাস্কগুলো ভাঁজ করে রাখেন। মসজিদটির আরেকটি কক্ষে পুরুষ সদস্যরা কার্পেটের উপর বসে পুরনো তাপযন্ত্রের সাহায্যে প্লাস্টিকের গ্লোভস বানান।

সাঈদী বলেন, আমরা তেহরান ও অন্যান্য নগরের বিভিন্ন হাসপাতাল এবং সুবিধাবঞ্চিত এলাকায় এই পণ্যগুলো বিতরণ করি।

ডেইলি মেইল থেকে ফরহাদ খান নাঈমের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর