বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


পাকিস্তানে তাবলিগের ২০ হাজার সাথী কোয়ারেন্টিনে: আল জাজিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: পাকিস্তানে তাবলিগ জামাতের ২০ হাজার সাথীকে করোনার কারণে কোয়ারেন্টিনে নিয়েছে সরকার।

আল জাজিরার খবরে জানা যায়, গত মাসে পাকিস্তানের রাইভেন্ড মারকাজে একটি ইজতেমায় যোগ দেয়া প্রায় সব মুসুল্লিকেই কোয়ারেন্টিনের আওতায় আনা হচ্ছে। ইজতেমায় যোগ দেয়া আরও কয়েক হাজার সাথীকে কোয়ারেন্টিনে নিতে খুঁজছে পাকিস্তান সরকার।

সূত্র মতে জানা যায়, গত ১০ মার্চ থেকে রাইভেন্ডে তাবলিগ জামাতের পাঁচ দিনের একটি ইজতেমায় স্থানীয় মানুষের পাশাপাশি দেশি-বিদেশি কয়েক হাজার সাথী অংশ নিয়েছিলেন। ইজতেমা থেকে ফেরা চার জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। এ খবর নিশ্চিত করে সিন্ধুর স্বাস্থ্য বিভাগ। এরপর থেকেই মারকজটিকে কোয়ারেন্টিন করা হয়। যে সাথীরা আসছিলো তাদের খোঁজে খোঁজে কোয়ারেন্টিনে নিচ্ছে সরকার।

এদিকে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পখতুনখাওয়া কর্তৃপক্ষ লাহোরের ইজতেমায় অংশ নেয়া ৫৩০০ সাথীকে কোয়ারেন্টিনে নিয়েছে। বার্তা সংস্থা এএফপিকে ওই অঞ্চলের মুখপাত্র আজমল ওয়াজির জানান, স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা করোনা ভাইরাসের পরীক্ষা করছেন। এরই মধ্যে অনেকের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে। এই প্রদেশের আরো হাজার হাজার তাবলিগের সাথী অন্য প্রদেশে আটকা পড়েছে। কারণ, দেশের বড় বড় মহাসড়কগুলো বন্ধ করে দেয়া হয়েছে।

জানা যায়, লাহোরের কেন্দ্রীয় শহর পাঞ্জাবে কোয়ারেন্টিনে রাখা হয়েছে প্রায় সাত হাজার মানুষকে। সিন্ধুতে এ সংখ্যা ৮ হাজার। বেলুচিস্তান প্রদেশে বিপুল সংখ্যক তাবলিগ সদস্যকে আইসোলেশনে থাকতে বাধ্য করা হয়েছে। গত মাসে তাবলিগ জামাতে যোগ দিয়েছিলেন এমন কমপক্ষে ১৫৪ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে।

আল জাজিরা থেকে অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর