মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের পাইপলাইন স্থানান্তরের জন্য আজ রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না। আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তিতাস।

তিতাসের প্রধান কার্যালয় থেকে জানানো হয়, গেন্ডারিয়া, ধুপখোলা, দয়াগঞ্জ, শান্তি ভূষন লেন, সাধনা গলি, ডিস্টিলারি রোড, হাজী আজগর আলী হাসপাতাল সংলগ্ন এলাকায় রোববার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।

এ ছাড়া আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব ধরনের গ্রাহকদের গ্যাস বন্ধ থাকবে। এর প্রভাবে ওই সময় এর আশেপাশের এলাকায়ও গ্যাস সরবরাহ কম বা স্বল্প থাকতে পারে।

এসব এলাকার বাসিন্দাদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ