মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


খালেদা জিয়া করোনায় আক্রান্ত হতে পারে: গয়েশ্বর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন- এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রোববার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে করোনা ভাইরাস নিয়ে এক সচেতনতা কর্মসূচীতে এমন মন্তব্য করেন তিনি।

তিনি অভিযোগ করেন, করোনা ভাইরাস নিয়ে সারা বিশ্বের মতো আমাদের দেশেও সবাই সতর্ক। এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে নানা পদেক্ষেপ নেয়া হচ্ছে, অথচ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া পড়ে আছেন অযত্ন-অবহেলায়। এতে তার স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, একই সঙ্গে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকিও।

এসময় খালেদা জিয়ার জামিন নিশ্চিত করার জন্য বিচারপতিদের প্রতি আহ্বানও জানান তিনি।

করোনা ভাইরাস নিয়ে দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের সচেতন হওয়া দরকার বলে মন্তব্য করে গয়েশ্বর বলেন, এই ভাইরাস ছোট-বড় কিংবা কোনো দল চেনে না। কখন কাকে আক্রমণ করবে কেউ বলতে পারে না। তাই সবাইকে সচেতন হতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, ঢাকা বারের নবনির্বাচিত সভাপতি ইকবাল হোসেন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হোসেন আলী খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ