মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


আশকোনা হজক্যাম্পে সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আশকোনা হজক্যাম্পে অস্থায়ী কোয়ারেন্টাইনে থাকতে অস্বীকৃতি জানিয়ে বিক্ষোভ করেছে ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশি। এ সময় বাইরে থেকে তাদের স্বজনরাও বিক্ষোভে যোগ দেন। এ পরিস্থিতিতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

ইতালিফেরতদের অভিযোগ, কোনো সিদ্ধান্ত ছাড়াই তাদেরকে আটকে রাখা হয়েছে। কর্তৃপক্ষ কী করতে চায়, কতক্ষণ এভাবে রাখতে চায় তাও স্পষ্ট করে বলছে না। ভেতরে কোনো খাবারও পাওয়া যাচ্ছে না। সকাল থেকে তারা শুধু পানি খেয়ে আছেন। সঙ্গে থাকা শিশুরা ক্ষুধায় কান্নাকাটি করছে।

ক্যাম্পের বাইরে থাকা একজন অভিভাবক জানান, প্রয়োজন হলে তিনি তার স্বজনকে হোম কোয়ারেন্টাইনে রাখবেন। কিন্তু এখানে এভাবে মানবেতর জীবন-যাপন মেনে নিতে পারছেন না।

ইতালিফেরত একজন গেটে দাঁড়িয়ে গণমাধ্যমকে বলেন, আমাদেরকে দু’দুবার পরীক্ষা করা হয়েছে। একবার রোমে, আরেকবার দুবাইতে। সেখানে করোনার জীবাণু পাওয়া যায়নি। চাইলে কর্তৃপক্ষ আবার পরীক্ষা করতে পারে, কিন্তু তা না করে আমাদেরকে এভাবে আটকে রাখা হচ্ছে কেন?

ওদিকে, আজ দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ইতালি ফেরতদের মধ্যে কেউ করোনা আক্রান্ত নন। যথাযথ পরীক্ষা করে তাদের মধ্যে সংক্রমণের কোনো ঝুঁকি পাওয়া গেলে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। কোয়ারেন্টাইনের বিধান না মানলে শাস্তির কথাও বলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ