আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুর ১০ নম্বর ঝুটপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফয়ার সার্ভিসের ১০টি ইউনিট।
শনিবার বেলা দেড় টার দিকে এই আগুন লাগার ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
এর আগে গত বুধবার (১১ মার্চ) সকাল মিরপুরের রূপনগরের বস্তিতে ভয়াবহ আগুন লাগে। খবর পেয়ে আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। প্রায় পৌনে ৩ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সেই আগুনে অন্তত ২০০ ঘর পুড়ে ছাই হয়ে যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয় সেখানে বাঁশ ও টিনের একটি ছাপরা ঘরে প্রথমে আগুন লাগে। সেখান থেকে এর গা ঘেঁষে থাকা অন্য ঘরগুলোতেও ছড়িয়ে পড়ে। এখানকার বাসিন্দারা দ্রুত দৌড়ে বেরোতে পারলেও কোনো মালামাল বের করতে পারেনি।
-এএ