আওয়ার ইসলাম: বিদেশ ফেরত প্রবাসীরা স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে না গেলে তাদের জেল-জরিমানা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিদেশ ফেরত প্রত্যেককে কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা এটি ভঙ্গ করবেন বা তথ্য গোপন করবেন, তাদের বিরুদ্ধে সংক্রামক রোগ আইন বা কোয়ারেন্টাইন আইন বা তথ্য আইন প্রয়োগ করা হবে। এ সব আইনে জেল-জরিমানারও ব্যবস্থা আছে।
তিনি বলেন, করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা দেয়ার জন্য রাজধানীসহ প্রতিটি জেলায় হাসপাতাল তৈরি করা হয়েছে। চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হয়েছে। বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং পর্যবেক্ষণ করা হচ্ছে।
ইতালি ফেরত ১৪২ জন প্রবাসীকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জানিয়ে জাহিদ মালেক বলেন, সেখানে তাদের পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে কেউ করোনায় সংক্রমিত হয়েছেন কিনা? পরীক্ষা-নিরীক্ষায় যদি কেউ আক্রান্ত না হন, তাহলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।
-এএ