মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


‘রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিরপুর রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শতাধিক ঘর পুরে হাজারো মানুষ গৃহহীন হয়ে পরার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

আব বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃবিতে নেতৃদ্বয় বলেন, রূপনগর বস্তির অগ্নিকাণ্ডের ঘটনা নিছক অগ্নিকাণ্ড নাকি কোন প্রভাবশালী মহলের নাশকতা তা খতিয়ে দেখতে হবে। বস্তিবাসীদের উচ্ছেদ করার কোন চক্রান্তের অংশ কিনা তা পরিস্কার করতে হবে। এ জন্য রূপনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনার কারণ উদঘাটনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে হবে।

যৌথ বিবৃতিতে খেলাফত মজলিসের নেতৃদ্বয় রূপনগর বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের জন্য গভীল সমবেদনা প্রকাশ করেন। একই সাথে অগিনকান্ডে গৃহহীন মানুষদের জন্য জরুরী ভিত্তিতে খাদ্য, পানীয়, অস্থায়ী তাবুসহ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ ও ক্ষতিগ্রস্থ পরিবারকে সরকারের পক্ষ থেকে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ