মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ ।। ২৯ পৌষ ১৪৩২ ।। ২৪ রজব ১৪৪৭


মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্যের জেরে নড়াইলে দায়ের হওয়া মানহানির মামলায় বৃহস্পতিবার সকালে স্থায়ী জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। কিন্তু বিকেলে সে জামিন প্রত্যাহার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি এস এম মবিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়াকে ওই মামলায় স্থায়ী জামিন দেন। পরে বিকেলে একই আদালত তার জামিন প্রত্যাহার করেন।

এর আগে জামিনের বিষয়টি নিশ্চিত করে খালেদা জিয়ার আইনজীবী গোলাম আকতার জাকির জানান, এ মামলায় আদালতে তারা খালেদা জিয়ার জামিন আবেদন করেছিলেন। তাদের সে আবেদনের ওপর শুনানি শেষে কারাবন্দি বেগম জিয়ার স্থায়ী জামিন দেন আদালত।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, এহসানুর রহমান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ