আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেম করোনা ভাইরাসসহ সকল ধরেনর মহামারী থেকে দেশবাসীকে হেফাজতের জন্য মহান আল্লাহর দরবারে আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর সারা দেশের মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করার আহ্বান জানিয়েছেন।
গণমাধ্যমে প্ররিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আল্লামা নূর হোছাইন কাসেমী মসজিদের ইমাম খতিব, সমমনা ইসলামী দল সমুহের নেতা কর্মী এবং দেশবাসীর প্রতি এ আহবান জানান।
সারাদেশের মসজিদে মসজিদে জুমা নামাযের পর এ দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীযভাবে আগামী কাল বাদ আসর বায়তুল মোকাররমে চত্তরে বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হবে।
দোয়া পরিচালনা করবেন সমমনা ইসলামী দল সমুহের শীর্ষ নেতা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী।
-এটি