মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫ ।। ১৯ কার্তিক ১৪৩২ ।। ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
জুলাই আন্দোলনের অগ্রসেনানী নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ খুলনায় হাতপাখার সংসদ সদস্য প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির জরুরি বৈঠক সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করতে চাই: হাফিজ ফখরুল ইসলাম ফরিদপুরে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থীর প্রচারণার গেট ও ব্যানার ভাঙচুর  জুলাই সনদের আইনি ভিত্তির জন্য নভেম্বরেই গণভোট দিতে হবে: এ টি এম মাছুম জামায়াত আমিরের আসনে বিএনপির প্রার্থী হলেন যিনি খালেদা জিয়াসহ ৯ নারী পেলেন বিএনপির মনোনয়ন ২৩৭ আসনে বিএনপির ধানের শীষ পেলেন যারা নাসিরুদ্দিন পাটওয়ারীর বিরুদ্ধে মামলায় মতিউর রহমান আকন্দ নিন্দা বস্ত্রহীন ঘুমানোর হুকুম কী ?

খুব সহজেই সিসি ক্যামেরা সেটাপ করবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিস কিংবা বাসা-বাড়ির নিরাপত্তার জন্য ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার তুলনা নাই। বাসা কিংবা প্রতিষ্ঠানে কখন কি হচ্ছে, কারা আসা যাওয়া করছে এগুলোর প্রতি নজর রাখতেই সিসি ক্যামেরার ব্যাবহার। বাজারে অনেক ধরনের সিসি ক্যামেরা রয়েছে।

ক্যামেরা লাগানো বা মেরামতের জন্য বাড়তি খরচ বাচাতে হলে আপনাকে অবশ্যই জানতে হবে কিভাবে সিসি ক্যামেরা সেটাপ করতে হয়। আজকের আর্টিকেলে সিসি ক্যামেরা কিভাবে সেটাপ করবেন সেটি নিয়েই কথা বলবো।

সিসি ক্যামেরা সেটআপ করার জন্য যে জিনিসগুলো অবশ্যই লাগবে:

১. ডিভিআর (DVR): DVR কে সিসি ক্যামেরার মাদারবোর্ডও বলা যেতে পারে। কারণ DVR এর কাজ হলো ক্যামেরার সাথে সংযুক্ত সকল সিস্টেম কে এক সাথে করে নিয়ন্ত্রন করা । সাধারণত প্রতিটি DVR ৪, ৮, ১৬, ৩২, কিংবা ৬৪ টি ক্যামেরার চ্যানেল বা কানেকশন বিশিষ্ট হয়ে থাকে । সিসিটিভি ক্যামেরার সকল যন্ত্র যেমন- Harddisk, Mouse, Camera, Power Supply, Monitor/TV ইত্যাদি সহ রেকর্ডিং ও কন্ট্রোল করাই DVR এর কাজ।

২. হার্ডডিক্স: আপনার সিসি ক্যামেরা দ্বারা ধারণকৃত ফুটেজ গুলো যদি কিছু দিনের জন্য সংরক্ষনে রাখতে চান তাহলে আপনার দরকার হবে একটি হার্ডডিক্স।

৩. সিসি ক্যামেরা: অবশ্যই কমপক্ষে একটি সিসি ক্যামেরা দরকার হবে । ক্যামেরাগুলো কানেক্টরের মাধ্যমে DVR এর সাথে কানেক্ট করে দিলেই ভিডিও ধারন শুরু হয়ে যাবে।

৪. প্রয়োজনীয় বিভিন্ন কানেক্টর বা তার: পুরো সেটআপটি কানেক্ট করার জন্য অবশ্যই দরকার হবে কিছু কানেক্টর ও তার। যেমন: ক্যামেরায় পাওয়ার আনার জন্য দরকার হবে সিসি পাওয়ার কানেক্টর, ক্যামেরা কানেক্টর করার জন্য দরকার হবে সিসি ক্যামেরা কানেক্টর, প্রয়োজন মত ক্যামেরার তার দরকার হবে, ভিডিও ডিসপ্লে করার জন্য দরকার হবে ভিডিও ডিসপ্লে পোর্ট এবং সাথে লাগবে ক্যামেরার পাওয়ার সাপ্লাই।

৫. টিভি বা মনিটর: সিসি ক্যামেরা দ্বারা ধারণকৃত ভিডিওগুলো প্রদর্শনের জন্য দরকার হবে একটি টিভি বা মনিটর।

বাংলাদেশে সিসি ক্যামেরা খুব অল্প দামে পাওয়া যাচ্ছে। ঘরে বসে অনলাইনেও আপনার পছন্দের সিসি ক্যামেরা কিনতে পারবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ