মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


এবার ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলো ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ ঘোষণা করেছেন তা প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় পার্লামেন্ট। আরব লীগ ও ওআইসির পর ইউরোপের সবচেয়ে বড় সংগঠনটিও এ প্রস্তাবটি প্রত্যাখ্যান করলো।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক বিবৃতিতে এ কথা বলেন।

তুর্কি গণমাধ্যম আনাদলু বলছে, জোসেপ বোরেল বলেন, মধ্যপ্রাচ্যে ন্যায়বিচার ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য উভয় পক্ষের আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। আলোচনায় ফিলিস্তিন-ইসরায়েল সীমান্ত, জেরুজালেমের সমস্যা ও দুই দেশের শরণার্থী সম্পর্কিত বিষয়গুলো প্রাধান্য পাওয়া উচিত।

এর আগে গত ২৮ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ প্রকাশ করেন। ১৮১ পৃষ্ঠার ওই পরিকল্পনা প্রস্তাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে ফিলিস্তিনিদের সুযোগ-সুবিধার কথা তেমন বলা হয়নি।

প্রস্তাব উত্থাপনের পর তা প্রত্যাখায়ন করেন ফিলিস্তিন প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাস। এর পর আরব লীগ ও ওআইসি প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। এ ছাড়া তুরস্ক ও ইরানসহ বেশ কয়েকটি দেশ প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। প্রতিবাদ জানিয়েছে রাশিয়াও।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ