বেলায়েত হুসাইন
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন সুদানের প্রধানমন্ত্রী আবদেল ফাত্তাহ আল-বুরহান। তার এই সাক্ষাতকে বিশ্বাসঘাতকতা আখ্যা দিয়েছেন সুদানের শীর্ষ আলেম শায়খ আব্দুল হাই ইউসুফ। মঙ্গলবার আল জাজিরা আরবি এই খবর জানিয়েছে।
দেশটির সার্বভৌম কাউন্সিলের প্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের এই সাক্ষাৎ আল্লাহ এবং আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে মন্তব্য করেছেন আব্দুল হাই ইউসুফ।
বিশিষ্ট এই দাঈর দাবি, নেতানিয়াহুর সঙ্গে বুরহানের সাক্ষাৎ সুদানী জনগণের পরামর্শ ও ইচ্ছার সম্পূর্ণ বিরুদ্ধে সংঘটিত হয়েছে। সামরিক অভ্যুত্থানে ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন একটি সরকারের এসমস্ত স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর সিদ্ধান্ত নেয়া উচিত নয় বলে আব্দুল হাই ইউসুফ মনে করেন।
উল্লেখ্য, সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ করতে দেশটির নেতার সঙ্গে সাক্ষাতে বসেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার উগান্ডার শহর এনটেব্বিতে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়েছে বলে তার কার্যালয়ের কর্মকর্তারা দাবি করেন।
আবদেল ফাত্তাহ আল বুরহানের সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন নেতানিয়াহু। যদিও সুদানের তথ্যমন্ত্রী ও সরকারের মুখপাত্র ফয়সাল সালিহ এ বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে রয়টার্সকে বলেছেন।
এর আগে রোববার বুরহানকে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানোর কথা বলেছেন সুদানের সার্বভৌম কাউন্সিল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদে যুক্তরাষ্ট্রের তালিকা থেকে নাম সরাতে মুখিয়ে রয়েছে সুদান। এতে দেশটির আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্যিক তৎপরতা ব্যাহত হচ্ছে।
আব্দুল হাই ইউসুফ বলেছেন, যুক্তরাষ্ট্রের থেকে ভাল কিছু আশা করা যায়না। এর আগে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েও সুদানী জনগণের জন্য তারা কিছুই করেনি।
আল জাজিরা আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন