আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে সাড়ে নয় ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল মঙ্গলবার রাত ১২টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।
গতকাল রাতে কাঁঠালবাড়ী ঘাট থেকে ছেড়ে আসা শিমুলিয়াগামী ‘ফরিদপুর’ ও ‘পরান’ নামের দুটি ফেরি প্রায় ছোট-বড় ২৫টি গাড়ি ও শতাধিক যাত্রী নিয়ে মাঝ পদ্মায় নোঙর করে রাখে। কনকনে শীতে আটকেপড়া যাত্রীরা পড়েন চরম ভোগান্তিতে। সকাল সাড়ে আটটার দিকে আটকে পড়া ফেরি দুটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছে। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মুহা. ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, সাড়ে ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। কুয়াশা কেটে গেলে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে শিমুলিয়া ঘাট থেকে ফেরি চলাচল শুরু হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছয় শতাধিক যানবাহন।
-এএ