শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, নিহত আরও ১৪ ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজাইফার ইন্তেকাল আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন

জয়ের জন্যই দুই সিটিতে লড়বে জাতীয় পার্টি: জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে জয়ের জন্যই প্রতিযোগিতা করবে জাতীয় পার্টি বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান জি এম কাদের।

মঙ্গলবার ঢাকার বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে সাবেক একদল সেনা সদস্যদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।

জি এম কাদের বলেন, আমরা চাই নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ হবে। আশা করছি, সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে কমিশন। তাই মেয়রসহ সকল ওয়ার্ডে কাউন্সিল প্রার্থী দেয়া হবে দলের পক্ষ থেকে। ইতোমধ্যে জাতীয় পার্টি নির্বাচনের প্রস্তুতি নিয়েছে। আশাকরি ভোটাররাও আমাদের প্রার্থীদের মূল্যায়ন করবেন।

মঙ্গলবার দলের চেয়ারম্যানের বনানী অফিস মিলনায়তনে সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব) কামরুল ইসলামের নেতৃত্বে শতাধিক সেনা সদস্য জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় কাদের যোগ দেয়া সাবেক সেনা কর্মকর্তাদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন।

দেশের মানুষ জাতীয় পার্টিকে ভোট দিতে প্রস্তুত আছে জানিয়ে জি এম কাদের বলেন, এখন দল আরও শক্তিশালী হতে হবে, আরও সংগঠিত হতে হবে। এজন্য সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টি একটি সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি, প্রতিদিনই এই দলে বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ যোগ দিচ্ছেন।

তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষয়িষ্ণু নয়, জাপা এখন বর্ধিষ্ণু রাজনৈতিক দল। নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, কিছু পাওয়ার জন্য আমরা রাজনীতি করি না, জাতীয় পার্টি সব সময় দেয়ার জন্য রাজনীতি করে। আর কিছু দিতে পারলে অবশ্যই সম্মান পাওয়া যায়। জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সময় এখন সামনে এগিয়ে চলার, সময় এখন শুধুই জয়ের পথে এগিয়ে চলার।

সিটি নির্বাবাচনের তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ৩১ ডিসেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ৯জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে আপিল করা যাবে ৫ জানুয়ারি পর্যন্ত। আপিল কর্তৃপক্ষহিসেবে ঢাকা বিভাগীয় কমিশনারকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ