শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬ ।। ২৫ পৌষ ১৪৩২ ।। ২০ রজব ১৪৪৭

শিরোনাম :
আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা নামাজে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মুসল্লির যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল, নিহত আরও ১৪ ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুফতি হুজাইফার ইন্তেকাল আধিপত্যবাদের বিরুদ্ধে নো কম্প্রোমাইজ: ইসলামী ছাত্র আন্দোলন  প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীবকে ‘রোহিঙ্গা’ বলে ইঙ্গিত রুমিন ফারহানার ‘আসন সমঝোতা শিগগির চূড়ান্ত না হলে জনগণের প্রত্যাশা ব্যাহত হবে’  চারদিনে ইসিতে আপিল ৪৬৯টি, শেষদিন কাল সরকারকে বেকায়দায় ফেলতে বার বার হামলা চালানো হচ্ছে: মির্জা ফখরুল গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ঝুটের অর্ধশতাধিক গোডাউন

কাঁঠালবাড়ি-শিমুলিয়া ঘাটে যানবাহনের দীর্ঘ সারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুর শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ফেরি বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘাটে আটকা পড়ে তিন শতাধিক যানবাহনের যাত্রীরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) বলছে, কয়েক দিন ধরে মধ্যরাতের পরে কুয়াশার তীব্রতা বাড়তে শুরু করে। এতে ব্যাহত হয় এ নৌপথে ফেরি চলাচল। পরে কুয়াশার তীব্রতা ভয়াবহ আকার ধারণ করলে ফেরির চালকেরা মার্কিং পয়েন্ট ও বিকন বাতি না দেখতে পেয়ে ফেরি চলাচল বন্ধ রাখেন।

দুই ঘাট থেকে ছেড়ে যাওয়া আটটি ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে মাঝনদীতে আটকা পড়ে। ফেরিগুলো নদীর মাঝে নোঙর করে রাখা হয়। কুয়াশা কেটে গেলে ফেরিগুলো ঘাটের দিকে রওনা হবে।

শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোফাজ্জেল হোসেন বলেছেন, ফেরি বন্ধ থাকায় কাঁঠালবাড়ি ঘাটে শতাধিক গাড়ি আটকে পড়েছে। এসব গাড়ির মধ্যে অ্যাম্বুলেন্স, কুরিয়ার সার্ভিসের গাড়ি, পণ্যবাহী যানবাহন, নৈশ কোচ রয়েছে। কনকনে শীতের মধ্যে যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অন্যদিকে শিমুলিয়া ঘাটেও শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাট ব্যবস্থাপক আবদুল আলীম মিয়া জানান, ঘন কুয়াশার কার‌ণে ফে‌রি চলাচলে সমস্যা হওয়ায় দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফে‌রি চলাচল বন্ধ রাখা হয়েছে। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের হাজরা চ্যানেলটি অত্যন্ত সরু। এরপর আবার ওই চ্যানেলে বেশ কয়েকটি ড্রেজার দিন-রাত পলিমাটি খননের কাজ করছে। তাই রাতদিন প্রায় সকল সময়ই ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ। তারপর আবার কুয়াশার মধ্যে ঝুঁকি অনেক বেশি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ