আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে মালিকপক্ষের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
গতকাল সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ উপজেলার সুমিলপাড়া এলাকায় এ সংঘর্ষ হয়।
পুলিশ ও শ্রমিকরা জানান, মুনলাক্স কম্পোজিট নামের একটি তৈরি পোশাক কারখানায় আমিনুল নামের এক শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কর্তৃপক্ষ।
এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এরই জেরে কর্মবিরতির ঘোষণা দিয়ে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে।
একপর্যায়ে বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে তারা। এ সময় মালিকপক্ষের লোকজনের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
-এএ