আওয়ার ইসলাম: ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনের হাতপাখা প্রতীকে মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) আলহাজ্ব মুহাম্মাদ আব্দুর রহমানকে মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) নির্বাচনের তফসিল ঘোষণার পর এই দুই প্রার্থীকে নির্বাচনের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন দলের আমীর মুফতি সৈয়দ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)। দলটির একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব জানা গেছে।
দলটির কেন্দ্রীর নেতা ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি ইমতিয়াজ আলম গণমাধ্যমকে জানিয়েছেন, দুই সিটির সব ওয়ার্ডে কাউন্সিলর পদে তারা প্রার্থী দেবেন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা ৫৪, আর দক্ষিণ সিটির ওয়ার্ড সংখ্যা ৭৫।
এর আগে, ২০১৫ সালের নির্বাচনে ঢাকা উত্তর সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ ও ঢাকা দক্ষিণ সিটিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ছিলেন আলহাজ্ব আব্দুর রহমান। ভোটগ্রহণের দিন ইসলামী আন্দোলন নির্বাচন বর্জনের ঘোষণা দিলেও অধ্যক্ষ মাসউদ প্রায় ২০ হাজার আর আলহাজ্ব আব্দুর রহমান প্রায় ১৫ হাজার ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেন।
আরএম/