বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :

ডুয়েটে ‘বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বি.আই.এম)’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডুয়েট প্রতিনিধি: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) সিভিল ইঞ্জিয়ারিং অনুষদ ও আমেরিকান সোসাইটি অব সিভিল ইঞ্জিনিয়ার্স (এ.এস.সি.ই) এর যৌথ উদ্যোগে ‘বিল্ডিং ইনফরমেশন মডেলিং (বি.আই.এম)’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন এবং এ.এস.সি.ই. স্টুডেন্ট চেপ্টার, ডুয়েট এর কো. অর্ডিনেটর প্রফেসর ড. মুহা. খসরু মিয়ার সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি টেকনোলজি ব্রুনাই এর প্রফেসর ড. মতিয়ার রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন।

সেমিনারে প্রধান বক্তা তার রিসার্চ সম্পর্কে আলোকপাত করে বলেন, বিল্ডিং নির্মানে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন এবং কন্সট্রাকশানের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধনে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রয়োগের দিকে নজর দিতে হবে। এছাড়াও তিনি তার বিশ্ববিদ্যালয়ে ডুয়েট শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাওয়ার আহ্বান জানান।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. মুহাম্মদ আলাউদ্দিন বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সিভিল ইঞ্জিনিয়ারদের বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্ব দিতে হবে।

সেমিনারে সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষক মন্ডলীসহ এ.এস.সি.ই স্টুডেন্ট চেপ্টার, ডুয়েটের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ