বেলায়েত হুসাইন
যে কোনো দুর্যোগ দৈবপাকে দুস্থ ও ছিন্নমূল মানুষই বিপাকে পড়েন বেশি। তাদের পক্ষে একদিকে শীতবস্ত্র ও লেপ-কম্বল কিনে শীত নিবারণ করা যেমন দুরূহ, অন্যদিকে পুষ্টিহীনতার কারণে রোগ প্রতিরোধের ক্ষমতাও তাদের কম। ফলে শীতজনিত বিভিন্ন রোগে তারাই আক্রান্ত হয় বেশি।
এজন্য শীত মৌসুমে শীতবস্ত্র প্রদান করে সমাজের বিত্তবানদেরকে দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়ানো উচিৎ, তারা যেন ওই বস্ত্রের মাধ্যমে সমাজের আর দশটা মানুষের মতো প্রচন্ড শীত ও ঠান্ডা নিবারণ করতে পারেন।
এরই ফলশ্রুতিতে এই হাড়কাঁপানো শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে দারুণ এক উদ্যোগ নিয়েছে রাজধানীর মিরপুরস্থ উচ্চতর ইসলামি জ্ঞানচর্চাকেন্দ্র মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকা। নিকটবর্তী প্রতিবেশীরা যেন শীতে কষ্ট না পান-এজন্য প্রতিষ্ঠানটি সমাজের বিত্তবানদের নিয়ে একটি অনুদান তহবিল গঠন করেছে। তহবিলে জমা হওয়া সব অর্থ দিয়ে শীতবস্ত্র ক্রয় করে গরীব ও বস্ত্রহীন শীতার্তদের মাঝে বিতরণ করবে তারা। তাছাড়া, সরাসরি শীতবস্ত্র-কম্বল,সোয়েটার, চাদর,গেঞ্জি,মাফলার,মোজা ও গরম টুপি ইত্যাদি দিয়েও এতে অংশ নেয়া যাবে।
শুক্রবার ( ২০ ডিসেম্বর) মারকাযের পরিচালক মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি আওয়ার ইসলাম টোয়েন্টিফোরকে জানান, চলতি সপ্তাহের শেষদিকে তারা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন। একইসঙ্গে সমাজের বিত্তবানদের প্রতি তিনি এই তহবিল গঠনে আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
তাই মানবতার পাশে দাঁড়ানোর জন্য মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকার বিশেষ এই অনুদান তহবিলে অংশগ্রহণ করতে পারেন আপনিও।
অনুদান তহবিলে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন : মারকাযুদ দিরাসাতিল ইসলামিয়া-ঢাকা ৮৮১,পূর্ব কাজিপাড়া,কাফরুল,ঢাকা।
মোবাইল :০১৭৪০৫০৭০১০(বিকাশ,পার্সোনাল) পরিচালক : ০১৭১২৯৭৬১৫৮
-এটি