বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড গণতন্ত্র রক্ষায় প্রয়োজন অনুযায়ী সংবিধান সংশোধন করতে হবে: অ্যাটর্নি জেনারেল যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশােদ্ভূত বিচারপতি হলেন সোমা সাইদ ধূমপায়ীরা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হতে পারবেন না ইসরায়েলের অস্ত্রের চালান আটক বেলজিয়ামের হাতে যমুনায় জামায়াতসহ ইসলামি ৮ দলের প্রতিনিধিরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে নির্বাচন সুষ্ঠ করতে জুলাই সনদের বাস্তবায়নসহ ৮ সুপারিশ লিবিয়ায় বাংলাদেশীকে অপহরণ করে ২০ লক্ষ টাকা আদায়, মানব পাচারকারী গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেল লতিফ সিদ্দিকী

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনির জানাজা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনির জানাজা রাজধানী ঢাকার মোহাম্মদপুরের ঐতিহাসিক সাত মসজিদে অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে ইমামতি করেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে মাওলানা মাহবুবুল হক।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন, আল্লাহ করিম জামে মসজিদের খতিব মাওলানা খুরশিদুল আলম কাসেমী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি,বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর ও হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর যুগ্ম-আহ্বায়ক মাওলানা আব্দুর রব ইউসুফী, সাইনবোর্ড মাদরাসার মুহতামিম মুফতি শফিকুল ইসলাম। জামেয়া কোরআনিয়া আরাবিয়ার লালবাগ মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি সাখাওয়াত হোসাইন রাজি। মুফাসসিরে কুরআন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর ছেলে মাওলানা মাহফুজুল হক মাওলানা মামুনুল হকসহ আরো শত শত মুসল্লি নামাজে জানাজায় অংশ গ্রহণ করেন।

এর আগে আজ শনিবার ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর নাতী ও মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক আওয়ার ইসলামকে জানান, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ.এর সহধর্মীনিকে মাকবারায়ে আজিজে শায়েখের পাশেই দাফন করা হয়।

উল্লেখ্য, দীর্ঘ ২০ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় শায়েখের সহধর্মীনিকে। বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হয়। তিনি লান্সে অতিরিক্ত পানি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ