আওয়ার ইসলাম: শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শনিবার ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।
শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর নাতী ও মাসিক রাহমানী পয়গামের সহকারী সম্পাদক মুহাম্মদ এহসানুল হক আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জোহরের পর রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) মুহাম্মদ এহসানুল হক জানান, দীর্ঘ ১০ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে তার নানীজান হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হয়েছে।
তিনি লান্সে অতিরিক্ত পানি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।
-এএ