আওয়ার ইসলাম: ঘনকুয়াশার কারণে প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকার পর শনিবার সকাল নয়টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মুহা. আবু আব্দুল্লাহ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ৩টা থেকে ৯টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এখন পর্যায়ক্রমে গাড়ি চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
এদিকে দীর্ঘসময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটে অপেক্ষমান গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়েছে। এতে প্রচণ্ড শীতের মধ্যে দুর্ভোগে পড়েছেন ফেরিঘাটে আটকে পড়া যানবাহনের যাত্রীরা।
-এএ