আওয়ার ইসলাম: ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-পথে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। এতে ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
কুয়াশায় কোনো কিছু দৃশ্যমান না হওয়ায় দূর্ঘটনা এড়াতে শুক্রবার (২০ ডিসেম্বর) রাত থেকে সব ফেরি বন্ধ করে দেয়া হয় বলে বিআইডব্লিউটিসি জানায়। ফেরি চলাচল বিঘ্নিত হওয়ার কারণে ঘাটে আটকা পড়েছে অনেক যানবাহন।
কুয়াশা কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে ফেরি চলাচল আবার শুরু হবে বলে জানায় বিআইডব্লিউটিসি।
এর আগে কুয়াশায় কোনো কিছু দেখা না যাওয়ায় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে সব ফেরি বন্ধ করে দেয়া হয়। পরে কুয়াশা কেটে গেলে শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ দিয়ে ফেরি চলাচল আবার শুরু হয়।
-এএ