বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :

আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও জনপ্রিয়তা ধরে রেখেছে: শেখ হাসিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সাধারণত কোনো দল ক্ষমতায় থাকলে জনপ্রিয়তা ধরে রাখতে পারে না। কিন্তু আওয়ামী লীগ দীর্ঘদিন ক্ষমতায় থেকেও জনপ্রিয়তা ধরে রেখেছে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। সরকার যে জনগণের কল্যাণে কাজ করতে পারে তা আমরা প্রমাণ করেছি। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়া আওয়ামী লীগের লক্ষ্য।

কাউন্সিলের মাধ্যমে একটি দল শক্তিশালী হয় জানিয়ে তিনি বলেন, জাতির পিতার আদর্শ মেনেই সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। মানুষের আস্থা, বিশ্বাস অর্জন করতে হবে। এ সময় দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই কাউন্সিল অধিবেশনেই আওয়ামী লীগকে আগামী তিন বছর কারা নেতৃত্ব দেবেন তা বাছাই করা হবে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদে কোনো পরিবর্তন আসছে কিনা সে বিষয়ে সবার নজর।

এর আগে গতকাল শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছিলেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ