বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬ ।। ২৪ পৌষ ১৪৩২ ।। ১৯ রজব ১৪৪৭

শিরোনাম :

আওয়ামী লীগে আরো পরিবর্তন আসবে: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মন্ত্রীদের দখলে থাকা দলীয় পদগুলোতে আরো পরিবর্তন আসবে। শনিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

অনেক মন্ত্রী দলীয় পদে থাকতে চান না উল্লেখ করে কাদের বলেন, তাদের সুবিধার জন্যই এ ধরনের একটি পদক্ষেপ নেয়া হয়েছে।

দ্বিতীয়বার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার অভিব্যক্তি জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, দল হিসেবে আওয়ামী লীগের আরো অনেক কাজ রয়েছে। সামনে যে চ্যালেঞ্জ আছে তা মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, নির্বাচনের আগে গ্রামগুলোকে শহরে রূপান্তর করা এবং প্রতিটি পরিবারের বেকার সদস্যদের চাকরি দেয়ার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তা পূরণ করতে হবে। দলের জাতীয় কাউন্সিলের সার্বিক বিষয় নিয়ে পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান কাদের।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক থেকে সভাপতিমণ্ডলীর নতুন সদস্য নির্বাচিত হওয়া জাহাঙ্গীর কবির নানক ও নতুন কমিটির যুগ্ম সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ