বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬ ।। ২৩ পৌষ ১৪৩২ ।। ১৮ রজব ১৪৪৭

শিরোনাম :
ইত্তিহাদুল উলামা বাড্ডার উদ্যোগে ঐতিহাসিক সীরাত মাহফিল ৯ জানুয়ারি আফগানিস্তানের সৌরবিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ তুর্কি কোম্পানিগুলোর  শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের খতমে বুখারী ও দোয়া মাহফিল ১২ জানুয়ারি শীতে কেন উপকারী খেজুর গুড় জকসু নির্বাচনে চার কেন্দ্রের শীর্ষ তিন পদে এগিয়ে শিবির জেলা দায়িত্বশীলদের প্রতি জমিয়তের একগুচ্ছ নির্দেশনা ‘জামায়াত আমিরের বক্তব্য অজ্ঞতার শামিল, তওবা করা উচিত’ গণভোটের প্রচারে যুক্ত করা হচ্ছে ইমামসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে  বাংলাদেশি সন্দেহে ভারতে ৮ মুসলিমকে মারধর নেপালে মসজিদ ভাঙচুরকে কেন্দ্র করে উত্তেজনা, কারফিউ জারি

স্বাধীনতা রক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুব সমাজকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ ভাবে হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান কাসেমী।

তিনি বলেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন এদেশের হক্কানী উলামায়ে কেরাম। ১৮৩১ সালের বালাকোটের যুদ্ধ থেকে নিয়ে ১৮৫৭ সাল ও ১৯৪৭ স্বাধীনতা -সংগ্রামে উলামায়ে কেরামের ব্যাপক ভূমিকা ছিল। এরই ধারাবাহিকতায় ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর জুলুম-নির্যাতনের বিরুদ্ধে এদেশের হকপন্থী উলামায়ে কেরাম নিজ অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তিনি আরও বলেন, জমিয়তে উলামা হিন্দের সভাপতি মাওলানা সাইয়েদ আসাদ মাদানীর নির্দেশে তৎকালীন পূর্ব পাকিস্তানের দেওবন্দী ওলামায়ে কেরাম স্বাধীনতার পক্ষে ভূমিকা রাখেন। জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে সাক্ষাৎ করে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের বন্ধ হ‌ওয়া মসজিদ মাদ্রাসা গুলো খুলে দেওয়ার জন্য আহ্বান জানালে তখন মাদরাসাগুলো খুলে দেওয়া হয়।

আজ ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকাল ৩টায় রাজধানীর খিলক্ষেতস্থ হাজি আব্দুল মালেক মাতাব্বর অডিটোরিয়ামে অনুষ্ঠিত বিজয় দিবসের আলোচনা সভা স্বাধীনতা সংগ্রামে উলামায়ে কেরামের অবদান শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামালের সভাপতিত্বে এবং সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন নগরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচনা পেশ করেন যুব জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতী গোলাম মাওলা কাসেমী, জমিয়তে উলামা ইসলাম ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী,যুব জমিয়ত বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহিল বাকী, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সিরাজুল ইসলাম বাহার, মাওলানা আব্দুল কাদের ও মাওলানা আবু সাঈদ প্রমুখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ