আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন মারা গেছেন। সিঙ্গাপুরে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যুবরণ করেন তিনি। ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
তার ভাগ্নে চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য আবু রেজা নদবী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল পাঁচটায় মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন সিঙ্গাপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিকে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রেরিত এক বিবৃতিতে এ শোক জানান তিনি।
মরহুম জয়নুল আবেদীন বাংলাদেশের কওমি মাদরাসার দাওয়ারায়ে হাদীসকে সরকার কর্তৃক মাস্টার্স সমমানের স্বীকৃতি প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বিস্তারিত আসছে......