আওয়ার ইসলাম: নবীন ওয়ায়েজ, খতিব ও দাঈদের দায়িত্ব ও কর্মকৌশল সম্পর্কে বিশেষ দক্ষতা ও সচেতনা তৈরির লক্ষ্যে ‘ওয়ায়েজ, খতীব ও দায়ী ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
আজ সকাল ৯টা থেকে রাজধানীর প্রেসক্লাব সংলগ্ন বিএম মিলনায়তনে এ কর্মশালা শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত ।
অধ্যক্ষ মিজানুর রহমান পীর সাহেব দেওনা, জামিয়া ইউনুসিয়ার প্রিন্সিপাল আল্লামা মুবারাকুল্লাহ, শাইখুল হাদিস আল্লামা সাজিদুর রহমান, আল্লামা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা মুহাম্মাদ মামুনুল হক , মাওলানা কেফায়েতুল্লাহ আজহারী , মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, মাওলানা হাসান মুহাম্মাদ জামিল, মাওলানা হামিদ জাহেরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী , মাওলানা আব্দুর রহিম আল মাদানী, মাওলানা ইলিয়াসুর রহমান জিহাদী, মাওলানা রাফি বিন মুনির , মাওলানা আব্দুল খালেক শরীয়তপুরীসহ প্রমুখ ওলামায়ে কেরাম এতে অংশ নিয়েছেন।
আরএম/