শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


মেয়র আতিকের শ্বশুরের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মুহা. আতিকুল ইসলামের শ্বশুর ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম রফিকুল বারী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার ভোর ৪ টা ৬ মিনিটে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি দীর্ঘদিন ধরে পারকিনসন্স রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, ছয় জন নাতি-নাতনি এবং অজস্র গুণগ্রাহী রেখে গেছেন।

ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. এম রফিকুল বারী ঢাকা মেডিক্যালের প্রথম বর্ষের ছাত্র থাকা অবস্থায় ভাষা আন্দোলনে যোগ দিয়েছিলেন। ১৯৮৯ সালে সেনাবাহিনী থেকে অবসরে যাওয়ার আগের প্রায় আট বছর তিনি ঢাকা সিএমএইচের চিফ সার্জন ছিলেন।

আজ জুমার পর মহাখালী ডিওএইচএস মসজিদে মরহুমের জানাজার নামাজ শেষে বনানীর সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ