আওয়ার ইসলাম: জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের সাথে সংশ্লিষ্ট মাদরাসাসমূহের তালিম-তরবিয়্যাতের উন্নতির লক্ষ্যে ‘বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ’ -এর কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
গতকাল রোববার দুপুর ৩টায় বাড্ডা জহুরুল ইসলাম সিটি (আফতাবনগরে) জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের অফিসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বোর্ডের চেয়ারম্যান আল্লামা ফরিদ মাসউদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি আবুল কাসেম, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা হিফজুর রহমান, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আব্দুর রহীম কাসেমী, মাওলানা আবদুল কাইয়ুম খান, মাওলানা আবদুল জলীল, মাওলানা শওকত আলী কাসেমী, মাওলানা শাহাদাত হোসাইন এমদাদী, মাওলানা আতিকুর রহমান মাসঊদ, মাওলানা ফুয়াদ মাহমুদ প্রমুখ|
বোর্ডের মহাসচিব মুফতী মোহাম্মদ আলী জানান, অনুষ্ঠিত বৈঠকে তাবলীগের চলমান বিষয়, হাইয়্যার নেসাব পর্যালোচনা, চলতি শিক্ষাবর্ষে দ্বীনিয়্যা বোর্ডের পরীক্ষা পদ্ধতি, তালিম-তরবিয়্যাতের মানোন্নয়ন ও প্রতিনিধি সম্মেলন এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিভিন্ন বিষয়ে প্রস্তাবনা পেশ ও সিদ্ধান্ত হয়।
প্রস্তাবনা ও সিদ্ধান্ত : ১. জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ডের প্রতিনিধি সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ৭ ডিসেম্বর (শনিবার) আফতাবনগর মাদরাসায় হবে।
২. মেশকাত জামাতের পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষার কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে প্রেরণ করা হবে। অন্য মারহালার (জামাতের) প্রশ্নপত্র বোর্ড থেকে প্যাকেটের মাধ্যমে পাঠানো হবে।
৩. চলতি শিক্ষাবর্ষের কেন্দ্রীয় পরীক্ষার উত্তরপত্র দেখার ক্ষেত্রে দারুল উলূম দেওবন্দের নিয়ম অনুসরণ করা হবে। অর্থাৎ সকল জেলা থেকে মুমতাহিনগণ (পরীক্ষক) বোর্ড অফিসে উপস্থিত হয়ে উত্তরপত্র দেখবেন।
৪. বর্তমান প্রেক্ষাপটে তাবলীগের ব্যাপারে মাওলানা সাদ সাহেব যে গলত (ভুল) নযরিয়া পোষণ করছেন বেফাকুল মাদারিসিদ্দীনিয়্যা বাংলাদেশ অর্থাৎ জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড তার মতের সাথে একমত নয়। জাতীয় দ্বীনি মাদরাসা শিক্ষাবোর্ড দারুল উলূম দেওবন্দ ও দেওবন্দী উলামায়ে কেরামের সঙ্গে পূর্বেও ছিল এখনও আছে।
৫. আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ কতৃক প্রেরিত নেসাবনামার উপর পর্যালোচনা করে প্রস্তাবনা তৈরি করার জন্য পাঁচ সদস্যের একটি কমিটির প্রস্তাব পেশ করা হয়।
কমিটির আহ্বায়ক মুফতি মুহাম্মদ আলী, সদস্য মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা ড. মুশতাক আহমদ, মাওলানা হিফজুর রহমান, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা এমদাদুল্লাহ কাসেমী।
-এএ
 
                              
                           
                              
                           
                         
                              
                           
                        
                                                 
                      
                                                  
                                               
                                                  
                                               
                                      
                                         
                                      
                                         
                                      
                                        