শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


গুলশানে তিন স্পা থেকে আটক ১৬ নারী, ৩ পুরুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গুলশান এক নম্বরের নাভানা টাওয়ারে ৩টি স্পা সেন্টারে অশ্লীল ও অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১৬ নারী ও ৩ পুরুষকে আটক করেছে পুলিশ।

রবিবার (২২ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে ওই টাওয়ারের স্পা সেন্টারগুলো অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গুলশান জোনের ডিসি সুদীপ কুমার চক্রবর্তী বলেন, নাভানা টাওয়ারে ১৯, ২০, ২১ তলার ৩টি স্পা সেন্টার অভিযান চালিয়ে ১৬ নারী ও ৩ পুরুষকে আটক করা হয়েছে।

সুদীপ কুমার বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, তারা স্পার আড়ালে অবৈধ ব্যবসা ও অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিল। এ অভিযোগেই অভিযানে এসেছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি, এ স্প্যা সেন্টারগুলোতে যারা আসতেন; তাদের সঙ্গে আটক হওয়া ১৬ নারী অসামাজিক কার্যকলাপে লিপ্ত হতেন। আর আটক হওয়া ৩ পুরুষ তাদের কাস্টমার।

তিনি বলেন, আটকদের থানায় নেওয়া হচ্ছে। এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। আশা করছি, জিজ্ঞাসাবাদে স্প্যা সেন্টারগুলোর মালিকের পরিচয় পাওয়া যাবে। এখানে অভিযানে পাওয়া সব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে দ্রুতই মামলা দায়ের হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ