শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


কলাবাগান ক্রীড়াচক্র ঘিরে রেখেছে র‌্যাব, চেয়ারম্যান হেফাজতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি শফিকুল আলম ফিরোজকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে র‌্যাব-২। অন্যদিকে র‌্যাব সদস্যরা ক্লাবটি ঘিরে রেখেছে।

আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে শফিকুল আলমকে র‌্যাব হেফাজতে নেয়া হয়। শফিকুল আলম ফিরোজ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটি সদস্য।

র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

সূত্র জানায়, আজ দুপুর দেড়টায় ফিরোজকে আটক করা হয়। পরে বিকাল চারটা থেকে কলাবাগান ক্রীড়াচক্রের অফিসের আশপাশে অবস্থান নেয় র‌্যাব।

গত ১৮ সেপ্টেম্বর রাত থেকে রাজধানীর ক্লাব ও ক্যাসিনোতে অভিযান চালাচ্ছে র‌্যাব। অভিযানে ইতোমধ্যে একাধিক যুবলীগ নেতা গ্রেফতার হয়েছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ