বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


লালমোহনে বাসচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় মো. শরীফ নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে লালমোহন বাজারের চৌরাস্তায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পর শরীফের সহপাঠী ও স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন।

নিহত শরীফ লালমোহন হাইস্কুলের ৮ম শ্রেণির ছাত্র ও লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো. কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে শরীফ সাইকেল যোগে লালমোহন বাজার থেকে বাড়ি যাচ্ছিল। এ সময় চৌরাস্তায় আসলে চরফ্যাশন থেকে ভোলাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপায় দিয়ে চলে যায়। এতে শরীফ ঘটনাস্থলেই মারা যায়। পরে উত্তেজিত জনতা ও শরীফের সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। ফলে চরফ্যাশন-ভোলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে বাসটি চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ায় সেটিকে আটক করা যায়নি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ