বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতায় ফিরবো: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মন্ত্রিত্ব গেলে আগের মতো সাংবাদিকতা পেশায় ফেরার আগ্রহ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আয়োজন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। সাংবাদিকদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‌‌'আপনারা এমন সুন্দর অনুষ্ঠানকে পত্রিকার শিরোনাম রাজনৈতিক করার জন্য ভিন্ন দিকে নিয়ে যাচ্ছেন।'

সাংবাদিকদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, ‘আপনারা সাংবাদিকতা করেন, আমি আপনাদের অগ্রজ। মন্ত্রিত্ব গেলে আবার সাংবাদিকতায় ফিরবো।’

উল্লেখ্য, আশির দশকে দৈনিক বাংলার বাণী প্রত্রিকায় সাংবাদিকতা করতেন ওবায়দুল কাদের। সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির মাঠেও ছিলেন সক্রিয়। তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ছিলেন।

এরপর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য এবং সর্বশেষ দলটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে আওয়ামী লীগ সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ