বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে: মাওলানা মোহাম্মদ ইসহাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, সবাইকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে হবে। মৃত্যুর মুখোমুখী হয়েও হযরত হোসাইন রা. অন্যায়ের সাথে আপস করেননি। হযরত হোসাইন রা. এর শাহাদাত দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কর্মীদের জন্যে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনের মজলিস মিলনায়তননে পবিত্র আশুরা উপলক্ষে খেলাফত মজলিস ঢাকা মহানগরী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা মহানগরী সভাপতি শেখ গোলাম আসগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আজীজুল হকের পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সংগঠনের মহাসচিব মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, এডভোকেট মুহা. মিজানুর রহমান, অধ্যাপক মুহা. আবদুল জলিল, অধ্যাপক কে এম আলম, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ইলিয়াস আহমদ, এডভোকেট তাওহিদুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মুন্সী মোস্তাফিজুর রহমান ইরান, মল্লিক মুহাম্মদ কিতাব আলী, এডভোকেট সৈয়দ মুহাম্মদ সানাউল্লাহ, হাজী হারুনুর রশীদ, মুহাম্মদ মনির হোসেন, মুহাম্মদ শাহিন, বিলাল আহমদ চৌধুরী প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ