আওয়ার ইসলাম: বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠা জরুরি বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।
রোববার সকাল ৭টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবের ধর্ম, দাওয়াহ ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখের সঙ্গে এক বৈঠকে ধর্ম প্রতিমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক অতীতের যেকোনো সময়ের তুলনায় এখন অনেক সুদৃঢ় ও সৌহার্দ্যপূর্ণ।
সৌদি মন্ত্রী এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক, রাজনৈতিক ও উন্নয়নে বিচক্ষণ নেতৃত্বর প্রশংসা করেন।
সৌদি সরকারের আমন্ত্রণে ‘কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কুরআন মেমোরাইজেশন কন্টেস্টে’ অতিথি হিসেবে অংশ নিতে ৬ দিনের সফরে আজ সকালে সৌদি আরব পৌঁছান ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।
পবিত্র মক্কা শরীফের মসজিদুল হারামে ৭ থেকে ১১ সেপ্টেম্বর আন্তর্জাতিক কুরআন মেমোরাইজেশন কন্টেস্টের ৪১তম অধিবেশন চলছে। বাংলাদেশসহ বিশ্বের প্রায় ১৫০টি দেশের প্রতিযোগী অংশগ্রহণ করছে।
বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজ সকাল ৭টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে সৌদি সরকারের ধর্ম, দাওয়া ও গাইডেন্স বিষয়ক মন্ত্রী ডক্টর আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ স্বাগত জানান।
-এএ