আওয়ার ইসলাম: সরকারের নিয়ন্ত্রণ নেই বলে দুর্নীতি সীমা ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বালিশ কাণ্ডের পর এবার আলোচনায় এসেছে ফরিদপুর মেডিকেলের পর্দা ক্রয়। দুর্নীতির এমন চিত্র দেশের জন্য অশনি সংকেত বলেও মন্তব্য করেন তিনি।
অনেক কিছুই সরকারের নিয়ন্ত্রণে না থাকায় আরও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন মোশাররফ।
সরকারের সব পর্যায়ে দুনীতি ছড়িয়ে পড়েছে অভিযোগ করে তিনি আরও বলেন, অনির্বাচিত সরকারের কারণেই এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।
-এটি