বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


জাতীয় পার্টির ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কিছু করার নেই: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদ্রোহী প্রায় ১৫০ জনকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে আওয়ামী লীগ। এদের মধ্যে রয়েছেন মন্ত্রী, এমপি ও কেন্দ্রীয় নেতারাও। কাউকেই ছাঁড় দেয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জাতীয় পার্টির ভাঙন নিয়ে প্রধানমন্ত্রীর কিছু করার নেই।

দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের নিয়ে বৈঠক করেন ওবায়দুল কাদের। পরে সংবাদ সম্মেলনে তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে বিরোধীতাকারীদের শোকজ করা হচ্ছে।

প্রায় ১৫০ জনের তালিকায় রয়েছে দলের কেন্দ্রীয় কয়েকজন নেতা, এমপি ও মন্ত্রী। কাউকেই ছাঁড় দেয়া হবে না বলে জানান ওবায়দুল কাদের।

এ সময়, জাতীয় পার্টির সাম্প্রতিক বিভেদ নিয়েও কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, ঐক্যবদ্ধ জাতীয় পার্টিই প্রত্যাশা করে আওয়ামী লীগ।

এ সময়, ফরিদপুর মেডিকেলে পর্দা কেনায় দুর্নীতি নিয়ে সেতুমন্ত্রী বলেন, ছোট দুর্নীতি হলেও কোন এমপি মন্ত্রীর বিরুদ্ধে এখনও অভিযোগ পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ