আওয়ার ইসলাম: সংসদে বিরোধীদলীয় নেতা নির্বাচনের লক্ষে আগামীকাল (রোববার) জাতীয় পার্টির সংসদীয় দলের সভা ডেকেছেন দলটির একাংশের চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
শনিবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার প্যাডে লিখিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
সভায় উপস্থিত থাকতে পার্টির আরেকাংশের চেয়ারম্যান জিএম কাদেরকে আহ্বান করেছেন তিনি। যদিও চিঠিতে জিএম কাদেরকে তিনি পার্টির কো-চেয়ারম্যান বলে উল্লেখ করেন।
চিঠিতে বলা হয়, বিগত সভার সিদ্ধান্ত পাঠ ও জাতীয় পার্টির সংসদের নেতা নির্বাচন হবে এ সভায়। রওশন এরশাদ এই সভায় সভাপতিত্ব করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে, অনিবার্য কারণে রংপুর-৩ আসনের প্রার্থিতা ঘোষণা স্থগিত করেছেন রওশন এরশাদ।
-এএ