বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


রংপুর-৩ আসন: এরশাদ পরিবারে গৃহবিবাদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুর-৩ আসনের উপ-নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন ঘিরে সাবেক রাষ্ট্রপতি মরহুম হুসাইন মুহাম্মদ এরশাদের পরিবারের ভেতরেই চলছে দ্বন্দ্ব।

তৃণমূল নেতাকর্মীদের আশঙ্কা, পারিবারিক দ্বন্দ্বে হাতছাড়া হতে পারে আসনটি। এদিকে, আসনটিতে জয় পেতে মাঠে তৎপর আওয়ামী লীগ-বিএনপিও।

হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচন ৫ অক্টোবর। সাবেক চেয়ারম্যানের আসনে জাতীয় পার্টির প্রার্থী কে হবেন তা নিয়ে দলে দ্বন্দ্ব এখন প্রকাশ্য।

এই আসনে জাতীয় পার্টির দলীয় মনোনয়ন ফরম কিনেছেন এরশাদের পালক পুত্র সাদ এরশাদ, ভাতিজা আসিফ শাহরিয়ারসহ ৫ জন। সাদকে প্রার্থী করতে তৎপরতা দেখা গেছে রওশন এরশাদের। আর আসিফের পক্ষে দেখা গেছে দলের তৃণমূলের একটা অংশকে।

সাদ মনোনয়ন কেনার পরপরই রংপুরে বিক্ষোভ সমাবেশ করেন আসিফের সমর্থকেরা। এরশাদের জীবদ্দশায় তার আসনে কখনো সুবিধা করতে পারেনি বিএনপি ও আওয়ামী লীগ। কিন্তু, এবার মাঠে বেশ সক্রিয় বড় দুই দলেরা মনোনয়ন প্রত্যাশীরা।

রংপুর-৩ আসনটি জাতীয় পার্টির দুর্গ হিসেবে খ্যাত। কিন্তু, এরশাদের অবর্তমানে দলীয় কোন্দলে আসনটি জাতীয় পার্টির হাতছাড়া হয় কিনা--ঘুরেফিরে উঠছে সেই আলোচনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ