বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


তাহেরীর বিরুদ্ধে মামলা চলবে কিনা আদেশ আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ও ব্যাপক আলোচিত-সমালোচিত বক্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন আত তাহেরীর বিরুদ্ধে মামলা গ্রহণের বিষয়ে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) আদেশ দেবেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

সোমবার (২ সেপ্টেম্বর) বাদীর আবেদন এবং ডকুমেন্টস গ্রহণ করেন ট্রাইব্যুনাল, তবে এ বিষয়ে কোনও আদেশ দেননি।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) নজরুল ইসলাম বলেন, ‘সোমবার বাদীর আবেদন ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। তবে এ বিষয়ে কোনও আদেশ দেওয়া হয়নি। মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে।’

তাহেরীর বিরুদ্ধে নালিশি মামলা দায়েরকারী আইনজীবী মো. ইব্রাহিম খলিল বলেন, ‘বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস সামছ জগলুল হোসেনের আদালতে মামলাটি আমি মেনশন করেছি। তিনি সবকিছু শুনেছেন, পড়েছেন। আমি বিভিন্ন লিংক তাকে দিয়েছি। তিনি মঙ্গলবার আদেশের দিন ধার্য করেছেন।’

আইনজীবী মো. ইব্রাহিম খলিল বলেন, ‘ঢেলে দেই’ শব্দটাই অশ্লীল। এটা কোনও ওয়াজ, মাহফিলের শব্দ না, পর্নো শব্দ। এমন শব্দ ব্যবহার করে একজন কীভাবে নিজেকে ইসলামি চিন্তাবিদ ও বক্তা দাবি করেন। আমি তার সব বক্তব্য ইউটিউবে দেখেছি, দেখে কষ্ট পেয়েছি। মুসলিম হিসেবে আমি এটা নিতে পারিনি। তাই নিজ উদ্যোগে মামলা করেছি।

তিনি বলেন, ‘আমি কোতোয়ালি থানায় মামলা করতে গেলে পুলিশ আমাকে আদালতে মামলা করা পরামর্শ দেয়। এরপর আদালতে মামলা করেছি।’

ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২৮ ও ৩১ ধারায় মামলাটি করা হয়েছে। গিয়াস উদ্দিন তাহেরী ছাড়াও এই মামলায় আরও ১০/১২ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।

এদিকে মামলার পর ফেসবুকে বাদী ইব্রাহিম খলিল বিভিন্ন ধরনের হুমকি পাচ্ছেন। তার ফেসবুক আইডিও হ্যাকড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় তিনি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

এ বিষয়ে তাহেরীর মোবাইল নম্বরে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি। এরপর মোবাইলফোনে বার্তা দিলেও তিনি কোনও উত্তর দেননি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ