রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭

শিরোনাম :
গাজীপুরে ইমাম উলামা পরিষদের মাহফিলে লাখো মানুষের ঢল জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচন সম্ভব: ধর্ম উপদেষ্টা মাওলানা জুবাইর আহমদ আশরাফের ইন্তেকালে আওয়ার ইসলাম সম্পাদকের শোক নৈতিকতাহীন মানুষ দিয়ে দেশ উন্নত করা সম্ভব নয় : ডিএমপি কমিশনার ইসি আইনের বাইরে গিয়ে বড় দলগুলোকে সুবিধা দিচ্ছে: আসিফ মাহমুদ ইরানে প্রাণহানির জন্য দায়ী ট্রাম্প: খামেনি মুফতি আমির হামজাকে ঝিনাইদহে অবাঞ্ছিত ঘোষণা দল এখন সকাল-বিকাল বলে মন্ত্রিত্ব দেবে, আসনটি ছেড়ে দিন : রুমিন ফারহানা অবশেষে জামায়াতেই ঠাঁই হলো মুফতি আলী হাসান উসামার মাওলানা জুবাইর আশরাফের জানাজা ঢাকায়, দাফন কুমিল্লায়

আজই মুক্তি পেতে পারেন মিন্নি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে দেয়া হাইকোর্টের জামিনের আদেশের কপি বরগুনার আদালতে এসে পৌঁছেছে। মঙ্গলবার বেলা ১২টার দিকে জামিনের আদেশের কপি আদালতে পৌঁছায়। তাই আজই মুক্তি পেতে পারেন মিন্নি।

মিন্নির আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানান, এখন মিন্নির পক্ষে জামিননামা দাখিলের অনুরোধ করা হবে আদালতে। আদালতের বিচারক, জামিননামা গ্রহণ করে কারা কর্তৃপক্ষকে মুক্তির আদেশ পাঠাবেন। সব দাপ্তরিক কাজ শেষ করে আজকের মধ্যেই মিন্নিকে মুক্ত করা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন মিন্নির আইনজীবী।

গত সোমবার (২রা সেপ্টেম্বর) মিন্নিকে জামিন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষের আবেদনের প্রক্ষিতে হাইকোর্টের দেয়া জামিন বহাল রাখেন চেম্বার আদালত। এ আদেশের ফলে তার মুক্তিতে বাধা নেই বলে জানান আইনজীবীরা। সোমবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এই 'নো অর্ডার' দেন। তবে, মিন্নির জামিন আটকাতে আবার আপিলের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এর আগে, মিন্নিসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। রবিবার (১লা সেপ্টেম্বর) বিকেলে বরগুনা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির। মিন্নিকে ৭নং আসামি করে ৬১৪ পৃষ্ঠার পুলিশ রিপোর্ট দাখিল করে।

গত ২৯শে আগস্ট, জামিনে থাকাবস্থায় বাবা মোজাম্মেল হোসেন কিশোরের জিম্মায় থাকা ও গণমাধ্যমের সঙ্গে কথা না বলার শর্তে মিন্নিকে জামিনের আদেশ দেন হাইকোর্ট।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ