বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


কৃষ্ণা রায়কে চাপা দেয়া বাসের চালক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলামোটরে বাস চাপায় বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি বাসচালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গতকাল রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে।

পিবিআই সূত্র জানায়, রোববার রাতে কাজীপাড়ায় এক ব্যক্তির সাথে দেখা করতে যায় মোরশেদ। এমন তথ্যের ভিত্তিতে সেখান থেকেই গ্রেপ্তার করা হয় তাকে।

২৭ আগস্ট রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া বাসের ধাক্কায় পা হারান ফুটপাথে দাঁড়িয়ে থাকা এই নারী। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসটির চালক ও হেল্পার।

ঘটনার পর ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসকে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু বাস কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করায় মামলা করেন বাসচাপায় পা হারানো কৃষ্ণা রায়ের স্বামী রাধে দেব চৌধুরী। ২৮ আগস্ট (বুধবার) বিকেলে তিনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

তিনি এখন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ