বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬ ।। ১৭ পৌষ ১৪৩২ ।। ১২ রজব ১৪৪৭


আবারও সড়কে শিক্ষার্থীরা, যান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রজাপতি বাসের চাপায় সহপাঠী নিহতের বিচার দাবিতে আবারও সড়কে নেমেছে শিক্ষার্থীরা। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে আজ ইসিবি ক্যান্টিন এলাকায় সড়কে অবস্থান নিয়েছে নাহার একাডেমির শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুরে প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান লিখে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। এতে কিছুক্ষণের জন্য সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।

ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, ছাত্ররা যানবাহন চলতে দিচ্ছে না। আমরা অবস্থা পর্যবেক্ষণ করছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ৩১ আগস্ট (শনিবার) সন্ধ্যায় মিরপুর পল্লবীর নাহার একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র সাব্বির প্রজাপতি বাসের চাপায় নিহত হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ